রমজানের ওই প্রথম দিনে
নতুন চাঁদ দেখে
রহমত, মাগফেরাত, নাজাত পাই
কুরআন নাজিলের মাসে।
রমজান মাসের রোজার পরে
ঈদের বার্তা আসে
ধনী-গরীব নাই ভেদাভেদ
ঈদগাহ মাঠে চলে।
ঈদের খুশি সব মুমিনের
নয়তো অমুসলিমের
ঈদের মাঠে তারাই যাবে
যারা রোজা রাখে।
সাদকা, ফিতরা দেই বিলিয়ে
সামর্থ্য যার আছে
গরীব-দুঃখী খুশি হবে
সেই উপহার পেলে।
ঈদের খুশি ভাগ করে নেই
সকল বিভেদ ভুলে
রমজানের ওই রোজার শিক্ষা
যেন, থাকে বছর জুড়ে।
Leave a Reply