বাংলা আমার মা
এসএম আব্দুল করিম সাজু
পদ্মা আমার মন, যমুনা আমার হৃদয়
মেঘনা আমার অন্তর, আমার কিসের ভয়।
বুড়িগঙ্গা আমার সাথী, খেলা করে সারাক্ষণ
বাংলা আমার মা-মা ই আমার আপন।
মায়ের আচল তলে আছে কত মায়া,
খালবিল লতাপাতা হরেক গাছের ছায়া।
শীতলক্ষ্যা আমার দেহের অংশ হয়ে আছে
কর্ণফুলী তরে আমার জীবন বাচে।
ময়নামতি ইছামতি ও কুশিয়ারা,
আদর সোহাগ দিয়ে জাগাও সকল পাড়া।
গাইবো এবং লেখে যাবো মায়ের শানে গান
এক জীবনে স্বদেশ আমার দেহের ভিতর প্রাণ।
মা ছাড়া আর তো কিছু দেখে না আমার দৃষ্টি
আছে যত মাঠ দিগন্ত এরাই মায়ের গোষ্টি।
Leave a Reply