আমাদের জামালগঞ্জ ডেস্কঃঃ-
২০১৪ সাল ৮ই সেপ্টেম্বর আমাদের পরিবারকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় পরপারে পারি জমান দাদুমনি!
এখনো মনে হলে দুচোখ গড়িয়ে কান্না আসে কিছুতেই ভুলতে পারিনা সেই দিনটা-১৯৭১ সালে ৭ই আগষ্ট আমার ফুফু ও বাপচাচা ছয় জনকে যখন ছোট রেখেই দাদাসাব মারা যান তখনো দাদুকে নিরাশ হতে শুনিনি অবুঝ সন্তানদের বুকে জড়িয়ে নিজেকে নিজেই শান্তনা দিয়ে ছেলে মেয়েকে মানুষ করতে হবে বাবার স্বপ্ন পূরণ করতে হবে সেই সুবাদে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে গেছেন দাদু!
তখন দাদুর পাশে দাঁড়িয়েছিলেন উনার ভাই গানিগাঁও নিবাসী মরহুম তারা মিয়া নানা উনার নিঃস্বার্থ সহযোগিতায়’ই দাদু পেরেছিলেন সংসারের হাল ধরে ৭ সন্তানের সুখ সাচ্ছন্দ্য বিলাসিতা পূরণ করে উনাদের মানুষের মতো মানুষ করতে!
উল্লেখ্য উনার বড় মেয়ে মাশহুরা আফিন্দী তখনকার সময়েয় বরদল নিবাসী এডভোকেট আব্দুল জফ্ফার সাহেবের সাথে সঙ্গে বিবাহ বন্ধবে আবদ্ধ হোন এবং বর্তমানে উনারা আমেরিকায় অবস্থানরত আছেন!
উনার বড়ছেলে মরহুম হাজি এনামুল হক আফিন্দী আমার বাবা তিনি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এবং দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন ২০১৮ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশে বিদেশে সর্বচ্ছ চিকিৎসা শেষ করে নিজ বাড়িতে ২৫ শে এপ্রিল ২০১৮ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন!
উনার দ্বিতীয় পুত্র নূরুল হক আফিন্দী রক্তিসংগ্রাম আন্দোলনে প্রবর্তক জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সুনামগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য সাচনা বাজার ইউনিয়নের তিন তিন বারের চেয়ারম্যান এবং বর্তমানেও তিনি সাচনা বাজার ইউপির রানিং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন!
উনার তৃতীয় পুত্র হাজি এমদাদুল হক আফিন্দী বিশিষ্ট ব্যবসায়ী সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা খ্যাত অসহায় মানুষের পরম বন্ধু তিনি ২০১৬ সালে সতন্ত্র প্রার্থী হয়ে ইউনিয়ন নির্বাচন করেছেন!
উনার চতুর্থ পুত্র এডভোকেট নাসিরুল হক আফিন্দী সাবেক ছাত্রনেতা সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক উনি বর্তমানে সুনামগঞ্জ জর্জকোটে দায়িত্ব পালন করছেন!
উনার পঞ্চম ছেলে রেজুয়ানুল হক আফিন্দী বিশিষ্ট সমাজ সেবক ব্যবসায়ী গরিবের বন্ধু ;ছোট ছেলে ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সুনামগঞ্জ ১ আসনের আগামী দিনের কান্ডারী এবং বর্তমানে তিনি লন্ডনে প্রবাসরত আছেন!
ভাঁটি বাংলার ৭ নক্ষত্রের জননী আমার দাদু মরহুমা রেহেনা মন্নান আফিন্দীর আজ ৬ষ্ঠতম মৃত্যু বার্ষিকী মহান আল্লাহ পাক আমার দাদুকে জান্নাতুল ফেরদৌসের সর্বচ্ছ মাকাম দাঁন করুক আমিন!
Leave a Reply