আমি এক অভিশপ্ত প্রেমিক
মুহাম্মদ আবতাহিনুর খাঁন উদয়
হারিয়ে যেওনা প্রিয়তমা আমার!
আমি এক অভিশপ্ত প্রেমিক মার্জনা করো।
নিজেকে ঠিক তোমার মতো করে নেব,
এক বুক আশা নিয়ে এসেছি ফিরে এসো।
বিয়োগ বেদনায় অধীর আকাঙ্খার অনলে পুড়ে,
চলে এসো ভালোবাসার রং তুলিতে।
হে অভিযাত্রীক মন ডাকছে তোমায়!
আমি এক দুর্বল কবি কল্পনার রং দিয়ে ছবি আঁকি।
অনুরাগের উষ্ণ আলিঙ্গনের অধিকারী,
আমি যেন সন্ন্যাসী হয়ে বনে -জঙ্গলে ঘুরিফিরি।
অবহেলিত জীবনে দূর্ভাগ্য আঁকড়ে ধরে,
জীবনে দুঃখ কষ্ট পেয়ে ভুলে গিয়েছি বাস্তবতা বলে কিছু আছে।
দুঃখের ভুবনে ফুসফুসে বাতাস বহে,
দুঃখ গুলো যন্ত্রণা দেয় কবিতার শহরে।
এলোমেলো হয়ে যায় কবিতার চরণবলি,
শাখায় প্রশাখায় শিরা উপশিরায় বেদনার চাষ।
কে নিবে দুঃখের তরী হাল বিহীন মাঝি,
সুখ দুঃখের মধ্যে পার্থক্য দেখিনা রঙের মেলায়।
জীবন থেমে নয় তবুও চলে আপন মনে,
চাঁদ যেমন চলতে চলতে এক সময় ডুবে যায় মেঘমেদুর দেশ।
তেমনি যৌবন ফুরায় বার্ধক্য হারায়,
অভিমানী মন নিয়ে বসে আছো একাকী।
প্রকৃতি আজ অন্ধ বিবেকের কাঠগড়ায়,
যৌবনের লুকানো ব্যথা তিলে তিলে নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে।
নিজের আশ্রয়স্থল বলতে কিছু নেই,
তুমি নামে মানুষ সে আজ অন্যে ঘরে ঘরনী।
প্রয়োজনে শ্রেষ্ঠ ছিলাম অপ্রয়োজনে ফেলে দিলে।
আমার দুঃখের অনল কুন্ডলী পাকিয়ে আকাশে উড়ে যায়,
চন্দনের ঘ্রাণ বাতাসে দোলিত হয়।
তুমি ছাড়া নিঃস্ব একাকী আমি,
ক্ষমা করে দেও মনের গহীন ব্যথা।
Leave a Reply