ঝুঁকিপূর্ণ_জেলে_জীবন
মানিক মিয়া
নদীর পাড় যেন জেলের বাড়ি
নদীর পাড়েই প্রাণ,
জেলের পেশা মাছ ধরাতেই
নৌকায় গায় গান।
মাঝ নদী ও হাওর বুকে
যখন জেলে যায়,
ঢেউয়ের তালে নৌকা যেন
উলঠে যেতে চায়।।
জোয়ার ভাটা নদীর খেলা
জেলের খেলা জলে,
মাছের খেলা জেলের জালে
মাছ মারে কৌশলে।।
জীবিকা চলে তার মাছ বেঁচাতে
দুঃখে কাটায় জীবন,
বেঁচে থাকার তাগিদে কষ্ট
করতেই হয় বরন।।
আকাশের আবহাওয়া খারাপ হলেই
মরন ভীতি অন্তরে,
তাড়াতাড়ি নৌকা চালানোর হিড়িক
আসতে বাড়ি ফিরে।।
বেশি মাছ পেলে জেলে
খুশিতে মন যায় ভরে,
কম মাছ পেলেই জেলে
আফসোস ও পেরেশানি করে।।
রৌদ্রে পুড়ে – বৃষ্টিতে ভিজে
হাত-পায়ে পানি জমে,
তবু পরিবারের তরে কষ্টে তার
আগ্রহ নাহি কমে।।
মাঝে মাঝে তার ভাঙ্গা ঘর
গায়ে পড়ে জীর্ণ কাপড়,
জীবন বাজি রেখে মোদের জন্য
মাছ জোগায় সয়ে শত ঝড়।।
মাঝে মাঝে টাকার অভাবে
ভোগতে হয় কত রোগে,
ঝুঁকিপূর্ণ জেলে জীবন তার
মাঝে মাঝে অনাহারেও ভোগে।।
Leave a Reply