#ধর্ষণ
মানিক মিয়া
এই, ধর্ষক ! তুই কি মানুষরে?
মনুষ্যত্ব নেই তোর মাঝে,
একজন নারীকে জোরপূর্বক ধর্ষণ করতে?
কিভাবে যাস এই অমানুষিক কাজে?।।
তুই এতো বিবেকহীন! কান্ড জ্ঞানহীন!
তুই মানুষ নামের পশু,
তোর পশুত্ব ধর্ষনের আসল পরিচয়
তুই একজন জঘন্য নারীলিপ্সু।।
মানব সমাজে তোর স্থান নেই!
তোকে কারাগারেও রেখে নয়!
তোর ফাঁসি হবে, পিটিয়ে মারা হবে
তোর অন্তরে নেই কি ভয়?।।
তোর মা বোনের কথা কি মনে পড়ে না?
যৌন চাহিদা এত বেশি তোর?
হে জালিম, নারীর সতিত্ব লুন্ঠনকারী
একজন নারীর জীবনে তুলছ ঝড়।।
হে নিকৃষ্ট, তোর চেয়ে কুকুর ভালো
ধর্ষিত নারীর মান ফিরিয়ে দিতে পারবে?
তুই কি ভুলে যাস ধর্ষনের সময়?
তোর জন্ম যে একজন নারীর গর্ভে।।
তুই বেশরম, তুই পাপিষ্ট, পরিবারের কলংক
দুনিয়াতে দরকার নেই তোর বাঁচার,
হে অধম, তুই মূর্খ, তুই ঘৃন্য, তুই বর্বর
তোর উপর গজব নাজিল হোক খোদার।।
সকল আইন লঙ্ঘন করে ধর্ষন করিস?
তুই অসামাজিক, তুই অমানবিক,
ধিক্কার জানাই তোর মতো নারীবাজকে
জানিস না? ধর্ষন, সম্পূর্ণ পাশবিক।।
Leave a Reply