আমার আকাশ ও শব্দ
____________________
আমার হাত খালি, পকেট ভর্তি বায়ু। বন্ধুক, রাইফেল, ককটেল বোমা নেই। পারমাণবিক বোমা বানাতে পারিনা, মেশিনগান চালাতে পারি না। আমি নিরস্ত্র, আমি অধম।
আমার উন্মুক্ত হাত দেখো। পকেট উপুড় করে ঢেলে দিলাম তোমাদের পৃথিবীর উপর। দেখে নাও। রঙিন চশমা খুলে দেখো। আমার হাতে অস্ত্র নেই। পকেটে ক্ষমতা নেই। আমি নিরস্ত্র, আমি অক্ষম।
আমি তোমাদের দলের নই। তোমাদের পৃথিবীর ক্ষমতার জেলে আমি বন্দি নই। আমি আকাশের বাসিন্দা। আকাশ আমার ঘর, আমার মগজের কোষাগার। আমি আকাশের নীলে মগজ রেখে ঘুমাই। আমি আকাশচারী, আমি নীলোধম।
আমার খাতা বিস্তৃত আকাশ। তোমরা তো পৃথিবীর পৃষ্ঠায় কালো পর্দা বিছিয়ে রেখেছো। এখানে ক্ষমতা, ক্ষমতার অস্ত্র চলে। অস্ত্রের নিচে জীবন্ত দেহের মাংসভাগ। কালো টাকার গায়ে পাখা লাগানো। মানবতা পাখার বাতাসে ফেনার মতো উড়ে। মানবতার শ্লোগানের নিচে বড় বড় অট্টালিকায় কাপড় খুলে নাবালিকা,প্রাপ্ত বয়স্কা হরিণী। দিন মজুরের শ্রম নিয়ে হাউজিং চলে অষ্টবেলা। মঞ্চে বক্তৃতার আড়ালে যৌবন লাফায়, ব্যাংক-ব্যালেন্স পায়ের তলায় গড়াগড়ি খায়। আম জনতা নিরীহ শ্রোতা,তৃষ্ণার চাতক পাখি।
পৃথিবীর সব তোমাদের দখলে, যা ইচ্ছে তাই করো কিন্তু আকাশ আমার। মগজের বিনিময়ে কিনেছি আকাশ। এখানে আমি শব্দের চাষ করি। এখান থেকেই জন্ম হবে ক্ষমতা, ক্ষমতার অস্ত্র।
একদিন আকাশ থেকে শব্দের ক্ষমতার বর্ষন হবে, হবে শিলাবৃষ্টি। তোমাদের রাজত্ব ভেঙে-চুরে হবে ছারখার। দেখবে সেদিন আমার ক্ষমতা।
আমি নিরস্ত্র নই, পকেট শুন্য নই। আমার আছে শব্দ ক্ষমতা।
Leave a Reply