রাষ্ট্রদূতকে ডেকে নিন্দা জানান নতুবা ফ্রান্স দূতাবাস ঘেরাও করে জ্বালিয়ে দিতে বাধ্য হবে তৌহিদী জনতা
উলামা ঐক্য পরিষদ ও হিলফুল ফুজুল ইসলামি যুব সংঘ আটগাঁও লালবাজার’র যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন……
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আটগাঁও লালবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
উলামা ঐক্য পরিষদ ও হিলফুল ফুজুল ইসলামি যুব সংঘ আটগাঁও লালবাজার। সোমবার ( ২ নভেম্বর ) বাদ আছর লাল বাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কারেন্টের বাজারে সমাবেশে মিলিত হয়।
উলামা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা শায়েখ সিদ্দিক আহমদ মাহমুদপুরীর আখেরী মুনাজাত পরিবেশন করেন।
সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ’র সভাপতিত্বে ও হিলফুল ফুজুল ইসলামি যুব সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী মামুনুর রশীদ জসীম’র পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, রাসুল (স.) আমাদের প্রাণের স্পন্দন। নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে আমাদের অন্তর ক্ষতবিক্ষত হয়েছে। আমরা নবীজি স. কে জীবনের, পরিবার-পরিজন, ধন-সম্পদ সবকিছুর চেয়েও ভালোবাসি। কাফির, মুশরিক, জারজ সন্তানেরা রাষ্ট্রীয় মদদে নবীজিকে অপমাণে বিশ্ব মুসলিম চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। অবিলম্বে ব্যাঙ্গচিত্রটি মুছে ফেলে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে। বক্তারা বলেন, ফ্রিডম অব স্পিচ এর কথা বলে ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রো যে ইসলামবিরোধী কার্জকলাপ চালিয়ে যাচ্ছেন তার পরিণাম শুভ হবে না। খুব শীঘ্রই ফ্রান্সের মাটিতে আসমানী গজব নাজিল হবে- ইনশাআল্লাহ। বক্তারা আরো সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে ফ্রান্সের পণ্য বয়কট করার অনুরোধ জানান। সরকারিভাবেও বয়কটের ঘোষণা এবং রাষ্ট্রীয়ভাবে বয়কটের ঘোষনার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানান। পাশাপাশি এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ না জানালে ফ্রান্স দূতাবাস ঘেঁরাও ও জ্বালিয়ে দেওয়া হুমকি দেন উলামা নেতারা। রাষ্ট্রদূতকে ডেকে নিন্দা জানান নতুবা
ফ্রান্স দূতাবাস ঘেরাও করে জ্বালিয়ে দিতে বাধা হবে তৌহিদী জনতা!
মিছিল সমাবেশে বক্তব্য রাখেন,
উলামা ঐক্য পরিষদ আটগাঁও লালবাজার’র
উপদেষ্টা শায়খুল হাদীস আব্দুল্লাহ খান সাহেব।
সভাপতিত্ব করেন মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ।
সিনিয়র সহ-সভাপতি হাফিজ মাওলানা মনিরুজ্জামান সাহেব,
হিলফুল ফুজুল ইসলামি যুব সংঘ আটগাও লাল বাজার’র সংগ্রামী সভাপতি মাওলানা জাকারিয়া আল মামুন, সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ আলমগীর সাহেব,
আটগাঁও লালবাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতীব মাওলানা সাঈদ আহমদ সিদ্দিকী,
যুব জমিয়ত বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক যুবনেতা আলতাফুর রহমান, সাংগঠনিক সম্পাদক যুবনেতা মাছরুফ আহমদ,
উলামা ঐক্য পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা এজাজুল হক, অর্থ সম্পাদক হাফিজ মাওলানা মহসিন আহমদ, সহ অর্থ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম আমীন, অফিস সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম।
সহ প্রকাশনাপ্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহিদ নুরী।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
আটগাঁও মাহমুদপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল কাশেম, মাওলানা দিলোওয়ার হুসাইন,
হাফিজ সাইদুল আলম
মাওলানা জসীমউদ্দিন
হাফিজ ইমরান আহমদ,
হাফিজ মতিউর রহমান,
জনাব শরীফ উদ্দীন
মাষ্টার সাইদুল আলম
মুহাম্মদ আরশদ খান প্রমুখ।
Leave a Reply