বঞ্চনা
এস ডি সুব্রত
সমাজ সংসার বাস্তবতা
কখনো কখনো কতনা নির্মম
সহজ আবেগ উচ্ছ্বাস সেখানে বড় অর্থহীন!
হৃদয়ের পরম আকুতি
অব্যক্ত বেদনার নির্বাক বহিঃপ্রকাশ
অলিন্দজোড়ায় নিরব ক্ষরণ!
সুখ পাখি সেতো মরিচীকা
আলেয়ার আলো হয়ে করে বঞ্চনা
স্বপ্নরাঙা অনুভব শুধু তাসের ঘর,
দিকহারা আহত বলাকার
নীড় খুঁজে ফেরা
বড় অনিশ্চিত আগামীর পথচলা।
Leave a Reply