আক্ষেপ
এম.ডি.নজরুল
হয়তো বিলীন হয়ে যাবো নিমিষেই
এক অন্ধকার অমানিশায়।
খুঁজে পাবেনা কেউ,শত চেষ্টা আর
আহাজারিতে,সকাল কিংবা সন্ধ্যায়।
সামান্য সময়ের জন্য হয়তো কারো
গল্পের বিষয় হবো,নয়তো না!
প্রিয়জনদের আফসোস আর আর্তনাদ
থাকবে না বেশিক্ষন,ঘুচে যাবে যাতনা।
প্রিয়রা সম্পদ ভাগাভাগির ব্যাস্ততায়
ভুলেই যাবে আমি যে ছিলাম,
রয়ে যাবে মোর আক্ষেপ এ ধরায়
বৃথাই কি আমি এসেছিলাম?
Leave a Reply