এস ডি সুব্রত
আমার গ্রাম আমার শহর
গ্রামেতে মিলবে সেবা অষ্টপ্রহর
সমবায়ের সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোগে
আমুল পরিবর্তন আসবে গ্রামীন জনপদে,
অল্প পুঁজি অল্প শ্রমে
আসবে সুদিন সমবায়ে
সমবায়ের সুদীর্ঘ পথচলায়
চড়াই উতরাই পেরিয়ে আজো
মিলনের গান গায়
অনন্য সহযোগিতা আর সহমর্মিতায়
সমবায় সাম্যের কথা বলে
একতার গান গেয়ে যায়,
‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’
হবে টেকসই উন্নয়ন আর কর্মসংস্থান
মানুষে মানুষে সম্মিলনে
সফলতা আসবে বিশ্বজুড়ে
সমবায়ের পতাকা তলে
হিংসা বিদ্বেষ ধুলোয় মিশাবে,
সমবায়ের নীতি ও আদর্শে
মৈত্রীর বন্ধন উঠবে গড়ে
সংকর্নীতা হীনমন্যতা দূরীভূত হবে
আলোয় আলোয় উঠবে ভরে
প্রিয় বাংলা আমার নতুন সাজে
এগিয়ে যাবে সাত রঙ এর পতাকা নিয়ে,
অল্প অল্প পুঁজি নিয়ে
অনেকে মিলবে সমবায়ে
বিশাল পুঁজি একদিন গড়ে উঠবে
আসবে সফলতা আসবে স্বনির্ভরতা
হবে কর্মসংস্থান দূর হবে দারিদ্রতা
রংধনু সাতরঙে অপার সম্ভাবনা।
Leave a Reply