লেখা আহ্বান! লেখা আহ্বান!! লেখা আহ্বান!!!
জামালগঞ্জের একদল সচেতন,সাহিত্যমনা তরুণ-তরুণীর স্ব-উদ্যোগে প্রকাশিত “সাহিত্যের বিকাশে মোরা প্রত্যয়দীপ্ত” স্লোগানে শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে হাওর সাহিত্যের আয়না “আমাদের জামালগঞ্জ” পত্রিকার ২য় সংখ্যা।
শীঘ্রই আপনার স্ব-রচিত ছোট গল্প,কবিতার সাথে এক কপি পাসপোর্ট সাইজ ছবি,প্রতিষ্ঠানের নাম,অধ্যয়নরত শ্রেণী ও একটি স্বচ্ছল ফোন নাম্বার পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।
সহজ শর্ত-
১/কবিতা ১২ লাইনের মধ্যে সীমাবদ্ধ হতে হবে।
২/৩০০ শব্দের মধ্যে গল্প সীমাবদ্ধ হতে হবে।
৩/লেখক সুনামগঞ্জের যে কোনো উপজেলার বাসিন্দা হতে হবে।
আহ্বানে-
Abdus Samad Afindi Nahid
আব্দুস সামাদ আফিন্দী নাহিদ,
সম্পাদক-
যোগাযোগ-০১৭২১-৯৬২৫৬৮।
আবু তালহা বিন মনির
নির্বাহী সম্পাদক-
যোগাযোগ-০১৭৪১-২৬৫৮২৫
তানজিলা তানজিম সোমা,
প্রকাশক।
(বি.দ্র.- লেখা পাঠাতে পারেন সম্পাদক ও নির্বাহী সম্পাদকের ফেসবুক ইনবক্সে।)
আমাদের পেইজ-Amaderjamalganj
ফেইসবুকে আমরা-facebook.com/amaderjamalganj1
আমাদের জামালগঞ্জ
Gmail-amaderjamalganj@gmail.com
আমাদের ওয়েবসাইট -amaderjamalganj.com
Leave a Reply