হাসানপুরের রক্তকরবী
মোঃ শামসুর রহমান (শুভ)
প্রত্যুষের রবির আলোর মতো তুমি সময়নিষ্ঠ
মৌমাছির মতো পরিশ্রমি,চুইতে পারে না কষ্ট।
তোমার প্রতিটি কাজ নিখুঁত, প্রশংসার দাবীদার
তুমি শত কিশোর-কিশোরীর প্রেরণার আধার।
কাজগুলি যত্নের সাথে মিশে তোমার মতোই চমৎকার।
নেই অবহেলা, দায়িত্বশীল তুমি,তুমি এক অতুলনীয় অবতার!
তোমার বাড়ি প্রত্যন্ত এক গ্রামে,তবু হৃদয়ে লালন করো লন্ডন।
হৃদয়ের টানে হাসানপুরের,করেছো পরিবর্তন।
হাসানপুর আজ আধুনিকতার স্বর্ণ শিখরে,
তোমার প্রচেষ্টার ফল,অস্বীকার যাই কি করে?
ফুটন্ত রক্তকরবীর মতো, তুমি সুন্দর, তুমি মেধাবী।
তুমি আর কেউ নও,তুমি হাসান পুরের রক্ত করবী!
Leave a Reply