তোমার সীমাহীন দিগন্তে
অনিমেষ হারাই নিজেকে
স্বপ্নের পথে অবিরাম মেলি ডানা,
তোমার আকাশে বন্দী দিবস যামী
সমস্ত দেহ মন সত্তা
আমার এই অন্তরাত্মা।
তুমিহীনা মোর মনোমন্দিরে
বাজে বৃষ্টির সানাই
অজানা ব্যাথায় ব্যথিত হই সারাবেলা,
তোমার ভাবনায় কাটে প্রতিটি প্রহর
দূঃখ কিংবা সুখে কাজে অকাজে
রাতটা যেন যন্ত্রনাভরা।
Leave a Reply