ভালবাসার জয়গান
শিখার প্রতিভা শিখাকে অনেক দূর নিয়ে যাবে ।শিখা নিজের মতো করে নিজেকে সাজিঁয়ে গুছিয়ে তৈরী করছে ।
কখনো রঙ বেরঙ সেজেঁ অভিনয় করে ,কখনো আবার জ্ঞানশক্তি দিয়ে কলম ধরে লিখে কবিতা , ছড়া ,প্রবন্ধ ও নাটকীয় উপন্যাস ।তার একটাই চিন্তা সে মরে ও মানবের মাঝে বেচেঁ থাকতে চায় তার কৃতকর্মের মধ্যে দিয়ে ।
শিখা হাওড়ের পাড়ের পল্লীতে এসেছে নিজকে মানবতার কল্যাণে বিলিয়ে দেওয়ার জন্য ,করতে চায় মানব সেবা পেতে সবার ভালবাসা ।
দেবে কী মোরা ?
নেই অর্থ ,নেই বল আছে শুধু অমূল্য সময় ।শিখা মুখ দিয়ে একটি কথা বলে তোমরা মানুষ আমি মানুষ ।আমাদের কাজ একটাই দুঃখীনীর পাশে দাড়িয়ে তার দুঃখ ভাগ করা থাকে বুজি দিতে হবে মানবতা আজ বেচেঁ আছে আমাদের মাঝে ।
শিখা বলে আমরা পারব ।আমাদের প্রথমে আত্নবিশ্বাস পরে ঐক্যবদ্ধ একদল সঙ্গী চাই ।আমাদের ভালবাসা দিয়ে সব কিছু জয় করবে ।পৃথিবীতে কত রকমের শক্তি আছে তারা কী পারে কিছু জয় করতে ?পারে না শুধু আঘাত করতে ।
ভালবাসা দিয়ে আঘাত করতে হয় ,ভালবাসা দিয়ে ক্ষতের ব্যথা দূর করা যায় ও দূর করা পাহাড় সমুদ্র চিন্তাধারা।
তবে ভালবাসা হতে হবে খাটি যে ভালবাসায় বিন্দু পরিমাণ সন্দেহ নেই ।
.চলবে
Leave a Reply