সূর্যের হলদে রং
দুলাল মিয়া
উদাস দুপুর কানফাটা রোদ
লাল চিলেরা রকেটের মতো
চক্কর কাটছে অজানা দিগন্তে
রাখালের চোখে এ যেন এক বিস্ময়!
কোপানদীর ওপর অসংখ্য মাছরাঙার
খেল আর কি যেন অজানা স্বরের
বলাবলি তাদের কণ্ঠে।
হঠাৎ চৌকস শিকারীর ভঙ্গিতে ছঙ্গল মেরে
মাছ শিকার করে ওড়ে যায়।
ক্লান্তি নেই ফিরে আসে আবার।
রাখালের সাথে মিশে ডাকখেইড়
আর তারাগুটিতে কেটে যায় উদাস দুপুর।
বিকেলের বয়ে যাওয়া সূর্যের হলদে রং
ঘায়ে মেখে মাতাল বেশে কোনো
টেপরেকর্ড থেকে শোনা একটুকরো
পল্লিগান হালটে গেয়ে গেয়ে বাড়ির উঠানে
দাঁড়িয়ে থাকে শান্ত ছেলে!
Leave a Reply