মুক্তির জয়গান
আফজাল হোসেন
..
রক্ত গরম ,
হৃদয় নরম ।
..
করব প্রতিবাদ ,
ভেঙে দেব কালো হাত।
..
রবনা শান্ত ,
হয়ে যাব অশান্ত ।
..
একটাই গান মোর ,
মুক্তি মুক্তি মুক্তি চাই ,
স্বাধীনভাবে বাচঁতে চাই।
..
আগুনের তাপে চামড়া পুড়ে ,
জালিমের আঘাতে কলিজা ছিড়ে ।
..
সাজঁব মজলুম ,
অন্যায়ের বিরুদ্ধে করব জুলুম ।
…
দেব মুক্তির ডাক .
রাজপথে হবে স্লাক ।
…
সবার মুখেতে একটাই গান ,
মুক্তির জন্য গাইব জয়গান ।
…
শহীদের রক্তে অর্জিত স্বদেশ ,
জ্ঞানীগুনী করবে আদেশ
বলবে ছাওয়াল হও তৈয়ার
যেতে হবে রাজপথে ,
চলতে ন্যায়পথে ,
করতে হবে আন্দোলন সংগ্রাম
গাইতে হবে মুক্তির জয়গান ।
Leave a Reply