সুন্দর আগামীর শুভ কামনায়
এস ডি সুব্রত
অপরুপ শ্যামল প্রকৃতির খুব কাছাকাছি
হিজল করচের সবুজ মায়ায়
বেড়ে উঠা সদা হাস্যোজ্জ্বল
সাদা মনের মানুষ অতি প্রিয়জন
কবি ও লেখক – সাহিত্য ম্যাগাজিন গাঙুর সম্পাদক
আমাদের প্রিয় অসীম সরকার,
মনকাড়া উদাস বাউলের সুর
কন্ঠে বাজে সুমধুর
মঞ্চ নাটকের প্রিয় অভিনেতা
অহরহ দাগ কাটে হদয়ে মোদের ,
হাওরের কাদা মাটি জলে
বেড়ে উঠা আনন্দময় শৈশব কৈশোর
ইট পাঁথরের খাঁচায় থেকেও ভরে না মন
গ্রাম প্রকৃতি আর গ্রামের মানুষ হৃদয় জুড়ে,
আজি তোমার শুভ পরিনয়ক্ষণে
শুভেচ্ছা আর ভালোবাসা সতত অন্তর থেকে
নতুন জীবনের মধুময় লগনে
বয়ে যাক আনন্দ ধারা দুটি প্রাণে
শুভ কামনা নিরন্তর সুন্দর আগামীর পথচলাতে।
Leave a Reply