এক জনমে
এস ডি সুব্রত
সব কথা কখনো বলা হয়ে উঠে না
তা শেষ হবার নয় এক জনমে
বুকের ভেতর জমানো কথা গুলো
অসমাপ্ত থেকে যায়
হাজার কথার পরও বাকি রয়ে যায়,
আমার অব্যক্ত কথাগুলি আর বাসনা যত
স্বপ্ন হয়ে জেগে থাকে রাত বিরাতে
আমার পরম নির্ভরতার আকাশটাতে!
যে মানুষ স্বপ্ন দেখায়
আগামীর পথে এগিয়ে যেতে নব উদ্যমে
বন্ধুর পথ পাড়ি দিতে
তার কাছে সমস্ত কথা কি কখনো
শেষ করা যায় এক জনমে?
আর জনমে যদি পাই খুব কাছাকাছি
একান্তই নিজের করে
কথা হবে পরাণে পরাণ রেখে
স্বপ্নের রঙে রাঙিয়ে দিব জীবনটাকে
যে কথা হয়নি বলা এজীবনে।
Leave a Reply