ওগো প্রেম
অজয় কুমার মজুমদার
ওগো প্রেম,
তুমি তো গোধূলির সেই ক্ষন,
ঝলকিত আভার রক্তিম মেলবন্ধন।
তুমি কেনো পুরোটা জুড়ে নয়,
যেনো ছিন্ন হওয়ার মতোন।
এতোটা উপকার আশাতীত,
তুমি যেন বিভীষিকাময়।
তুমি পদবী নও কিংবা কোন শিল্প,
কি হেতু এতো যাতনাময়।
নীলাভ অম্বরে মায়ারুপ বৃত্ত তুমি,
তবু আকাশচুম্বী নও।
ভালবাসার সংজ্ঞায় শুন্য তুমি কিংবা পর্বতসম,
বিলীন কিংবা পুর্ণ রুপে যেন চিত্রের মতোন।
ওগো প্রেম,
তুমি তো নিরুদ্দেশ আর উদ্দেশ্যহীনও,
কেন যেন জনমের মিনতি করছে বহুজন।
প্রভাতের নির্মলতা, প্রষ্ফুটিত পাপড়ির
নূতন রূপেও দর্শন মেলে।
আপেক্ষিকতার জাল ছিড়ে তুমি পক্ষীরাজ,
অন্তরীক্ষ ছেড়ে স্বর্গে ফিরে যাও।
একটু স্পর্শ যেন নিদারুণ আগ্রহ,
তৃপ্ত হাসিতেই সর্বগুন ম্লান।
মনে মন জুড়ে যাও হৃদয়পুরে, হৃদয় অনুভূতির তরে,
সুখের ঘ্রানে সিক্ত হউক আঙ্গিনা।
বিস্তার হোক সকল প্রেম,
ঢেলে দিও আলিঙ্গন, ঢেলে দিও শান্তিজল
যেনো প্রান ফিরে পাও,
ওগো প্রেম।
Leave a Reply