মুহাম্মদ আবতাহিনুর খাঁন উদয়
দাওয়াত পত্র
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
মুহতারাম,
আপনাকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী , ৫ ফাল্গুন ১৪২৭ বাংলা ১৮ ফেব্রুয়ারী ২০২১ , রোজ বৃহস্পতিবার , বাদ যোহর হইতে মধ্যরাত পর্যন্ত, ইসলামী সংগঠন
। “ইখওয়ানুল মুসলিমিন ইসলামী যুব সংয শান্তিপুর “এর উদ্যোগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বিন প্রচার করতে তাফসিরুল কোরআন মাহফিল এর আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন মাও,মুজিবুর রহমান সাহেব, ছাতক
আরও খ্যাতি সম্পন্ন আলেমসমাজ তাফসির ও ওয়াজ পেশ করবেন।
মুসলমানদের ঈমান-আমল, আকিদা-বিশ্বাসের সংশোধনে ও আত্মিক পরিশুদ্ধির ক্ষেত্রে ওয়াজ মাহফিলের গুরুত্ব অপরিসীম। তবে আর সব আমলের মতো ওয়াজের উদ্দেশ্য হতে হবে মানুষকে ইহ-পরকালীন কল্যাণের পথনির্দেশ করে একমাত্র আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুই ওই আমল কবুল করেন, যা তার সন্তুষ্টির জন্য করা হয়। (বায়হাকি)
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) এরশাদ করেন, যে ভাষার প্রাঞ্জলতা শিখে মানুষের অন্তরকে তার প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্যে, কেয়ামতের দিন আল্লাহ তার কোনো ফরজ ও নফল ইবাদত কবুল করবেন না।’ (মেশকাত : ৪১০)। আল্লাহর দুনিয়ায় আল্লাহর দেখানো পথে চলতে। আমাদের আলেম সমাজের সাহায্য প্রয়োজন।
উক্ত মাহফিলে আপনার উপস্থিতি আমাদের একান্ত কাম্য।
বিনীত,
অত্র সংগঠন ও যুব সমাজ
Leave a Reply