সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়
আল হেরা আইডিয়াল ইসলামি একাডেমির ২০২১ শিক্ষাবর্ষে নুরানি বিভাগের শিক্ষা কার্যক্রম(সবক উদ্বোধন) উপলক্ষে আজ বুধবার সকাল ১০ টায় সবক উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আল হেরা আইডিয়াল ইসলামি একাডেমির সরপরস্ত শায়খ সিদ্দিক আহমদ মাহমুদপুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া আমবাড়ী মাদ্রাসা এর স্বনামধন্য শায়খুল হাদীস উস্তাজুল আসাতিজা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল্লাহ খান সাহেব হাফিজাহুল্লাহ
মুফতী মামুনুর রশীদ জসীম এর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন,আল ফালাহ হিফজুল কুরআন মাদ্রাসার ছাত্র মুহাম্মদ কামিল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন। মাওলানা খসরুজ্জামান,উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ,হাজীপাড়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা, মাওলানা আব্দুল গফফার সাহেব।লাল বাজার জামে মসজিদ এর সম্মানিত ইমাম ও খতীব মাওলানা সাঈদ আহমদ সিদ্দিকী।আরিফুন্নেছা নুরানী মাদ্রাসার পরিচালক হাফিজ আজীরুদ্দীন। হাজীপাড়া মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষাসচিব মাওলানা সুলতান আহমদ। দারুস সুন্নাহ মাদরাসা জামালগঞ্জ এর স্বনামধন্য পরিচালক, যুব সমাজের অহংকার। মাওলানা আলতাফুর রহমান।
দারুস্সুন্নাহ মাদ্রাসার শিক্ষা সচিব হাফিজ মাওলানা মাছরুফ আহমদ। আল ফালাহ হিফজুল কুরআন মাদ্রাসা শিক্ষক,মাওলানা আল আমীন জহুর।আলো আল ফালাহ্ হিফজুল কুরআন ক্যাডেট মাদ্রাসা হিফজ শাখার প্রধান, হাফিজ সাইদুল আমীন। আরিফুন্নেছা নূরানী মাদ্রাসার শিক্ষক, মাওলানা আলী আহমদ নোমান,
প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শায়খুল হাদীস হযরত মাওলানা আব্দুল্লাহ খান বলেন,দ্বীনী শিক্ষার ব্যাপক প্রসারে প্রতিটি মুসলমানকে আরো গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, সমাজের মধ্যে ঐব্যক্তিই উত্তম যে ব্যক্তি দ্বীনী শিক্ষা নিজে করে ও অপরকে প্রদান করে।
Leave a Reply