জানি না
এস ডি সুব্রত
প্রকৃত পক্ষে আমি তোমার কাছে
তেমন কিছু চাই না
আমার একটু খোঁজ নাও এটুকু অবশ্য চাই
আর কিছু নয়
সত্যি বলছি কিছু পেতেই হবে এমন
আশা নিয়ে আমি তোমার খোঁজ নেই না
খোঁজ নেই এজন্য যে
তুমি তোমার জায়গায় একটু ভালো থাকো
কারন তোমার ভাল থাকার মধ্যে
আমি এক ধরনের সুখ পাই
কেন পাই
সেটা ঠিক জানি না
ঠিক বুঝে উঠতে পারিনা পুরোপুরি।
Leave a Reply