নারী জাতি
এইচ এম আব্দুল হাকিম
নারী জাতি কারো মা
নয়তো কারো বোন,
নারী জাতির মাঝে
দেখতে চাই যে গুণ ।
নারী জাতি সম্মানিতা
তাইতো সম্মান করি ,
নারী জাতির বেহায়াপনায়
লজ্জায় মরি ।
নারী জাতির মাঝে খুঁজে
পাইনি সাবধান ,
নারী জাতি রাস্তাঘাটে
তাইতো হয় অপমান ।
নারী জাতি দেখতে চাই
বেহায়াপনা ছেড়ে ,
নারী জাতি সম্মানিতা হয়ে
ফিরেছে ঘরে ।
Leave a Reply