আমি লজ্জায় লজ্জিত
আমি চোরদের দ্বারা শাসিত ,
আমি নির্বিকার ,আমি হতাশ কর্ম দেখে ।
আমি মুক্ত তবুও
আমি জালিমের কারগারে বন্দি
কেন জানেন ,
আমি স্বাধীনভাবে কথা বলতে পারি না ।
আমি মুক্তি চাই
স্বাধীনভাবে বলতে চাই ।
আমি বাংলাদেশ
আমি গণতন্ত্রহীন শাসিত।
আমি বাংলাদেশ
আমি মিথ্যাবাদীর নলে মাথায় দাড়িয়ে আছি ।
আমি বাংলাদেশ
আমি দূর্নীতিবাজ কবলে বন্দি ।
আমি বাংলাদেশ
আমি নিজ দেশের টাকা পাচার করে
বিদেশে বেগমপাড়া তৈরী করি ।
আমি ব্যথায় ব্যথিত
আমাকে দেখা মতো কেউ নেই ।
আমি বাংলাদেশ
আমি একাকার .
আমি ভোগত ভোগীদের ।
আমি বাংলাদেশ
আমি চোরদের ফুল দিয়ে বরণ করি ,
বিজয়ীদের তারিয়ে দেই।
আমি বাংলাদেশ
আমি অর্থ দিয়ে সব করে নিতে পারি ।
আমি বাংলাদেশ
আমার সংবিধান আমার হাতে ।
আমি বাংলাদেশ
আমি জনগণকে মুল্যায়ন করতে জানি না । আমি বাংলাদেশ
আমি হামলা মামলা স্বীকার ।
আমি বাংলাদেশ
আমি ন্যায় কথা বললে ,
আমি দেশবিরোধী ।
আমি বাংলাদেশ
আমি হক্কানি আলিমদের ন্যায়বিচার করি না ,করি অন্যায়।
আমি বাংলাদেশ
আমি বাকশাল ঘুড়ে দেখে এসেছি
ঠিকতে পারিনি জনতার কাছে ।
আমি গণতন্ত্রের কথা বলে
একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার পায় তারায় হাটছি।
Leave a Reply