মুহাম্মদ আবতাহিনুর খাঁন উদয়
বহু দিনের আশার আলো ঐতিহাসিক ফেনারবাঁক বাজারের শুভ উদ্বোধন হয় আজ ২৩ শে ফেব্রুয়ারী ভাষার মাসে। জনাব মফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন হাওর বাসীর অহংকার আশার আলো হাওর কন্যা এডভোকেট শামীমা আক্তার খানম এমপি
। সংরক্ষিত মহিলা সদস্য সিলেট – সুনামগঞ্জ, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান জনাব গোলাম জিলানী আফিন্দী রাজুু, লিয়াকত চৌধুরী, রহিছ উদ্দিন চৌধুরী, সাইফুল চৌধুরী, দেলোয়ার হোসেন বাবর, নুরুল হুদা চৌধুরী, মানিক চৌধুরী, আব্দুল হক,খাঁন মুহাম্মদ মোজাম্মেল হক, মোবারক আলী তালুকদার , চৌধুরী জাকারিয়া পল্লব, মাহমুদুল হাসান তারেক, ইফতেকার চৌধুরী সাবিরিন, আকবর চৌধুরী পিয়াস, সহ- আর অনেক আওয়ামীলীগ এর নেতাকর্মী সহ ফেনারবাঁক গ্রামের সম্মানিত ব্যাক্তিবর্গ ও আমজনতা। অনুষ্ঠান উপস্থাপনা করেন জুলফিকার চৌধুরী রানা। অনুষ্ঠানে গোলাম জিলানী আফিন্দী রাজু বলেন আমাদের হাওর কন্যা সবসময় আমাদের সুখ দুঃখের সাথী হয়ে পাশে আছে। আমাদের একটা সাহসী কন্ঠ যা হাওর বাসীর শক্তি, এডভোকেট শামীমা শাহরিয়ার উন্নয়ন মানুষ কখনো ভুলতে পারবে না আমরা সবসময় পাশে আছি। সভা শেষে উপস্থিত ফেনারবাঁক ইউনিয়ন বাসী বলেন আমাদের শ্রম,ত্যাগ,ঘাম,দিয়ে সবসময় পাশে আছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হাওর বাসীর একটা দাবি তুলে ধরছি আগামীর সুনামগঞ্জ ১ আসেন আমাদের নেত্রী শামীমা আক্তার খানম এমপি কে দেখতে চাই। শামীমা শাহরিয়ার এমপি বলেন আপনারা যেভাবে আমার পাশে আছেন সেইভাবেই আজীবন দেখতে চাই। আজীবন আপনাদের ভালবাসায় বেঁচে থাকতে চাই। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সভাপতি সভা সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply