হাওর ভিত্তিক সাহিত্য ও সেবামূলক সংগঠন হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা (হাসুস) বাংলাদেশ’র নির্বাহি সম্পাদক আকিব মাহমুদ আকাশ’র মেডিক্যাল’র চান্স প্রাপ্তিতে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন হাসুস বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ।হাসুস বাংলাদেশ’র অফিসিয়াল পেইজবুক পেজ থেকে গতকাল রাত ১২ টা ২১ মিনিটে এক সংক্ষিপ্ত বার্তায় এই অভিনন্দন বার্তা প্রদান করা হয়।এসময় সংগঠনের পক্ষ থেকে তার জন্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করা হয়।
মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রাক্কালে আকিব মাহমুদ’র শিক্ষক জীবন কৃষ্ণ সরকারের সাথে এক মুহুর্তে।
জানতে চাইলে হাসুস বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা প্রধান জীবন কৃষ্ণ সরকার জানান “আকিব মাহমুদ নিঃসন্দহে মেধাবী সন্তান।সংগঠনেও তার দায়িত্বশীলতা উল্যেখযোগ্য।তার মেডিক্যাল চান্স প্রাপ্তিতে হাসুস পরিবার গর্বিত ও আনন্দিত।আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
পাঠকদের জ্ঞাতার্থে হাসুস অফিসিয়াল পেইজের স্ট্যাটাসটি হুবহু নিচে তুলে ধরা হলো-
“অভিনন্দন হাসুস’র নির্বাহি সম্পাদক আকিব মাহমুদ
হাসুস বাংলাদেশ’র নির্বাহি সম্পাদক’র মেডিক্যাল চান্স প্রাপ্তিতে হাসুস’র অভিনন্দন ও শুভেচ্ছা।আকিব মাহমুদ’র মেডিক্যাল চান্স প্রাপ্তিতে হাসুস পরিবার গর্বিত ও আনন্দিত।আমরা তার সার্বিক মঙ্গল কামনা করি।”
Leave a Reply